রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চলতি এইচএসসি পরীক্ষায় সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলায় আজ ২৬ জুন থেকে শুরু হচ্ছে। গাইবান্ধার জেলায় ৫৩টি কেন্দ্রে ১৫ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।
এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৪টি কেন্দ্র, সাদুল্লাপুরে ৪টি কেন্দ্র, পলাশবাড়ীতে ৪টি কেন্দ্র, গোবিন্দগঞ্জে ৮টি কেন্দ্র, ফুলছড়ি ৩টি, সাঘাটা ২টি এবং সুন্দরগঞ্জে ৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভোকেশনালে জেলায় ১৭টি কেন্দ্রে ৫ হাজার ৪৮৬ জন এবং মাদ্রাসা শিক্ষা বোডের অধীনে জেলায় আলীম পরীক্ষায় ৬টি কেন্দ্রে ১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নিবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। এর মধ্যে কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি, ফটোষ্ট্যাড মেশিনের দোকান বন্ধ, জনসমাগম ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।