সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতিসংঘে ৭৯তম সাধারণ পরিষদে যোগদানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহম্মদ ইউনুস বাংলাদেশে সম্মান বয়ে আনায় সোমবার দুপুরে গাইবান্ধায় একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্নয়ন পার্টি (বিইউপি) গাইবান্ধা জেলা শাখা এই র্যালি সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি এমতিয়াজ এস মুক্তা মন্ডল, সাধারণ সম্পাদক আরাফাত ফাহিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম মিশন প্রমুখ।
বক্তারা প্রধান উপদেষ্টা ডঃ মুহম্মদ ইউনুসের জীবনীর উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি সেক্টর সংস্কার করা হবে। ডঃ ইউনুস অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা বাংলাদেশ উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।