শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

গাইবান্ধায় আলাই নদীর উপর বেইলি সেতুুটি ঝুঁকিতে

গাইবান্ধায় আলাই নদীর উপর বেইলি সেতুুটি ঝুঁকিতে

সাঘাটা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালীতে ১৯৬০ সালে আলাইনদীর উপর দিয়ে এই বেইলি সেতুুটি নির্মান করা হয়। কিন্তু সেতুটি সংকির্ন ও ঝুঁকি পুর্ন হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে দু-পাড়ের লাখ লাখ মানুষ। দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে গেলেও ছোয়া লাগেনি এই বেইলি সেতুতে। জেলা শহরের সাথে তিন উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক এটি। জেলায় লকডাউন শিথিল করায় এ সেতু দিয়ে দিনে হাজার হাজার মটরসাইকেল, রিক্সা, ভ্যান, সি.এন.জি, বাস,ট্রাক, সহ বিভিন্ন যানবাবাহন চলাচল করছে। সেতুটি সংকির্ন হওয়ায় জ্যামে পড়ে মানুষের যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাথে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অসূস্থ্য রোগিদের ভ্যান, রিক্সার ড্রাইভার, পথচারীসহ সকল পেশার জনসাধারণের সেতুটি সংকির্ন ও ঝুঁকি পুর্ন হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। লাখ লাখ মানুষ প্রানের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই সেতু দিয়ে। উৎপাদিত পন্য আনা নেয়া করতে হয় চরম ঝুঁকি নিয়ে। প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে এর দুপাশের সড়কে ফলে স্বাভাবিক ব্যবসার বিঘœ ঘটছে এখান কার ব্যবসায়ীদের । সেতুটি ভেঙ্গে পড়ে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর দূর্ভোগের কথা স্বীকার করে করোনা পরিস্থিতি কেটে গেলে খুব দ্রুত সেতুটি ভেঙ্গে নতুন ব্রিজের কাজ শুরু করা হবে বলে জানালেন, জেলা সড়ক বিভাগের শীর্ষ কর্মকর্তা গাইবান্ধা সড়ক বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com