বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মান, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ-এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস।
জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থামূহের সহায়তায় সকালে সমাজ সেবা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতির্ক্তি জেলা প্রশাসক (সার্বিক) এ.কেএম হেদায়েতুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন। এসময় বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আকতারুজ্জামান, জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অফিসার আশরাফুল আলম প্রমুখ।