বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় আইন শৃংখলা নিয়ন্ত্রনসহ ও প্রাসঙ্গিক বিষয়ে সভা

গাইবান্ধায় আইন শৃংখলা নিয়ন্ত্রনসহ ও প্রাসঙ্গিক বিষয়ে সভা

স্টাফ রিপোর্টারঃ আসন্ন শারদীয় দুর্গাপুজা গাইবান্ধা জেলায় সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে গতকাল আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স মোঃ আবু খায়ের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়া খান বিপ্লব, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ বকসী সুর্য্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ জেলা সভাপতি পরেশ চন্দ্র ঘোষ, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, নিমাই ভট্টাচার্য, তনয় কুমার দেব, দিলীপ কুমার সাহা, গৌতম কুমার চন্দ্র, অশ্বিনী বর্মন, প্রভাত চন্দ্র অধিকারী প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এবার জেলার সাতটি উপজেলার ৫৮২টি মন্দির ও পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ৮৩টি, সাদুল্যাপুরে ১শ’ ০৩ট, সুন্দরগঞ্জে ১শ’ ৩০টি, পলাশবাড়িতে ৫৯টি, গোবিন্দগঞ্জে ১শ’ ১৬টি, সাঘাটায় ৫৬টি এবং ফুলছড়ি উপজেলায় ১৫টি।
কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে এবার সীমিত পর্যায়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এবার ৮মী পূজার দিন দুপুর ১২টা ১ মিনিটে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সারাদেশে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি এবং যারা অসুস্থদের রোগ মুক্তি কামনা করে জেলার সকল পুজা মন্ডপে একযোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া কোভিড-১৯ দুর্যোগের কারণে জেলা পুজা উদযাপন পরিষদ জেলার সকল পূজা মন্ডপে বিশেষ আলোকসজ্জা, মাইক সাউন্ড সিস্টেমে গান-বাজনা বন্ধ এবং আরতি প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার পূজার দর্শনার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রতিটি পূজা মন্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com