বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় অসময়ে ব্রক্ষপুত্র নদে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। প্রতিদিন ভাঙ্গছে বসতভিটা ও আবাদি জমি। অব্যাহত ভাঙ্গনে বাপ দাদার ভিটা মাটি, বাড়ি ঘড় ও আবাদি জমি নদী গর্ভে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অর্ধ শতাধিক পরিবার। ভাঙ্গন অব্যাহত থাকায় আতংকে আছে ওই এলাকার নদী পাড়ের কয়েক শতাধিক পরিবার। জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
অসময়ে আগ্রাসী হয়ে উঠেছে ব্রক্ষপুত্র নদ। প্রতিদিন এভাবেই ভাঙ্গছে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ২ কিলোমিটার এলাকার বাড়িঘড় ও আবাদি জমি। ভাঙ্গন আতংক নিয়ে দিন-রাত কাটছে নদী পাড়ের মানুষের। অসময়ে হঠাৎ ভয়াল রুপ ধারন করেছে ব্রক্ষপুত্র নদের শ্রীপুর ইউনিয়নের পুটিমাড়ি গ্রাম থেকে দত্তের খামার গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার এলাকা। ব্রক্ষপুত্র নদের অব্যাহত ভাঙ্গনে এরই মধ্যে বাড়ি ঘড় ও ভিটা মাটিসহ সব হারিয়ে অর্ধ শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। নদী গর্ভে চলে গেছে শতাধিক একর ফশলি জমি। ভাঙ্গন অব্যাহত থাকায় আতংকে আছে ওই এলাকার নদী পাড়ের কয়েক শতাধিক মানুষ। প্রতিদিনেই ভাঙ্গছে নতুন নতুন বাড়িঘড় ও ফশলসহ জমি।
বাড়িঘড় ও ফশলী জমি রক্ষায় স্থায়ী ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা গ্রহনের দাবি ভাঙ্গন কবলিত মানুষের। প্রতিদিন জিওব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার জন্য প্রকল্পের কাজ চলমান আছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।