সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার প্রত্যান্ত অঞ্চলে স্মার্ট মোবাইল ফোন অ্যাপসের মাধ্যমে বেড়েই চলছে জুয়া খেলার প্রবণতা। এ খেলার নেশায় যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফতুর হচ্ছেন। ফলে এ কারণে পারিবারিক অশান্তিসহ বাড়ছে অপরাধমূল কর্মকা-।
সম্প্রতি খোঁজ জানা গেছে, গাইবান্ধা জেলাজুড়ে ধীরে ধীরে অনলাইন জুয়া বিস্তার লাভ করছে। সহজে প্রচুর অর্থ উপার্জনের লোভে পড়ে স্কুল-কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ এই জুয়ায় জড়িয়ে পড়ছেন। তরুণদের অনেকেই কৌতূহলবশত এই খেলা শুরুর পর এখন নেশায় পড়ে যাচ্ছেন। প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময় খোয়াচ্ছেন হাজার হাজার টাকা।
গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়- অনলাইনে জুয়া বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অকেকেই আইনের আওতায় আনা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন সভা-সেমিনারে অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতা করা হচ্ছে।