শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

গাইবান্ধার ১৩ ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে

গাইবান্ধার ১৩ ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে

স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন প্রচার-প্রচারণায় সরগরম হয়ে ওঠেছে। ইউনিয়নগুলোর অলি-গলি প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের চা-সিগারেট, পান খাওয়ার আপ্যায়নও চলছে।
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, লক্ষ্মীপুর, মালিবাড়ী, কুপতলা, বোয়ালী, বাদিয়াখালী, রামচন্দ্রপুর, মোল্লারচর, সাহাপাড়া, খোলাহাটি, গিদারী, ঘাগোয়া ও বল্লমঝাড় ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বর পদে ২৪৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রায় নাওয়া-খাওয়া ভুলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা চটকদার প্রতিশ্রুতি। ভোটাররাও কাউকে নিরাশ করছেন না, যে প্রার্থী আসছেন, তাকেই ভোট দেয়ার কথা বলছেন। প্রার্থী ছাড়াও তাদের স্ত্রী বা স্বামী ও পরিবারের লোকজনও প্রচারণায় কোমর বেঁধে নেমেছেন। নির্বাচন উপলক্ষে গ্রামের রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী চা-সিগারেটের দোকানও গড়ে ওঠেছে। ইউনিয়নের স্থায়ী হাট-বাজার এবং নতুন গড়ে ওঠা দোকানপাটেও এখন সারাক্ষণই জমজমাট নির্বাচনী আড্ডা, চলছে নানা হিসাব-নিকেশ। পছন্দের প্রার্থীর পক্ষ নিয়েও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই।
এদিকে, ভোট চেয়ে প্রার্থীদের পক্ষে নানা গুণ-কীর্তন করে মাইকে চলছে প্রচারণা। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন জনপ্রিয় লোকগানের সুরে প্রার্থীদের পক্ষে গানও বাজানো হচ্ছে। গ্রামে গ্রামে প্রার্থীদের পক্ষে খ- খ- মিছিল ও শোভাযাত্রা বের হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com