সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

গাইবান্ধার সাবেক হুইপ-এমপিসহ ৩৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

গাইবান্ধার সাবেক হুইপ-এমপিসহ ৩৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় জাতীয় সংসদের সাবেক হুইপ, সংসদ সদস্যসহ আওয়ামীলীগের ৩৬৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে । গতকাল ২৬ আগস্ট সন্ধ্যার দিকে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে এই মামলা করা হয়। বিএনপির গাইবান্ধা জেলা কমিটির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা -২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগের সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, মোস্তাক আহমেদ রঞ্জু, ওমর ফারুক রুবেল, শাহ আহসান হাবীব রাজীব, সাঈদ হাসান জসীম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মতলবুর রহমান, সাইফুল আলম সাকা, রতন কুমারসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত নামা আসামি দেখানো হয়েছে । মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বিকেলে জেলা শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা । তাঁরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালান। হামলা কারীরা বিএনপি কার্যালয়ে তালা, দরজা -জানালা, ভেতরের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে সেগুলোতে পেট্রল ঢেলে অগ্নিসংগে করা হয়। এতে অনেক ক্ষতি হয়। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, মামলার আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com