মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় রোপা আমন ধানে উপদ্রুপ বেড়েছে ঈদুরের। কেটে সাবাড় করছে ধানগাছ। হঠাৎ এমন আক্রমণের ফলে নষ্ট হচ্ছে আমন ধান। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা।
গাইবান্ধা জেলার সাত উপজেলার মাঠপর্যায়ে ঘুরে দেখা গেছে- কালো ঈদুরের হানায় নষ্ট হওয়া ধান খেতের দৃশ্য। দেখে মনে হয়- কেউ যেনো কাঁচি দিয়ে কেটে নিয়ে গেছে ধান।
স্থানীয়রা জানান , জীবন জীবিকার জন্য গাইবান্ধার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভশীল। এ জেলার শতকরা প্রায় ৭০ ভাগ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পূরণে চেষ্টা করেন। এসবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে রোপা আমন ধান। এরই ধারাবাহিকতায় খরা আর বন্যাসহ নানা প্রতিকূল পেরিয়ে এবার সাতটি উপজেলায় প্রায় ১ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এই ধানচারা।
এরই মধ্যে এই খেত থোড় হওয়া শরু হয়। এতে করে কৃষকরা আশা করছিলেন অধিক ফলন ঘরে তোলার। কিন্তু বিধিবাম! বেশ কিছু মাঠে পোকামাকড়ের আক্রমণসহ পাতা ব্লাস্ট বা খোল পঁচা রোগ দেখা দেয়। এ থেকে রেহাই পেতে না পেতেই দেখা দিয়েছে ঈদুরের উৎপাত। ধানগাছ কেটে সাবাড় করছে রাক্ষসে এই ঈদুরের দল। বিদ্যমান পরিস্থিতিতে ধানখেত নষ্ট হওয়া মাথায় হাত পড়েছে প্রান্তিক কৃষকের।
কৃষি সম্প্রাসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান বলেন বলেন, খুব বেশি পরিমাণ খেতে ঈদুরের আক্রমণ নেই। কিছু কিছু খেতে সামান্য আক্রমণ করেছে। এসব ইদুর নিধনে বিষটোপসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।