শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

গাইবান্ধার পূর্ব কোমরনই জুম্মা পাড়া মৎস্য প্রকল্প উদ্বোধন

গাইবান্ধার পূর্ব কোমরনই জুম্মা পাড়া মৎস্য প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ গতকাল গাইবান্ধা শহরের পূর্ব কোমরনই জুম্মাপাড়া (কুঠিপাড়া) মৎস্য প্রকল্পে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে প্রকল্পটি উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এ সময় মৎস্য প্রকল্পের প্রায় ২৫/২৬ জন জমির মালিক উপস্থিত ছিলেন।
প্রকাশ, উক্ত প্রকল্পের জমির মালিকরা স্বেচ্ছায় তাদেরই মধ্যে একজন জমির মালিক মোঃ রঞ্জু মিয়াকে ৫ বৎসরের জন্য উক্ত মৎস্য প্রকল্পটি চাষ করে ভোগ দখল করার নির্মিত্তে ৩শ’ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে দেন। অন্যদিকে উক্ত মৎস্য প্রকল্পের সংলগ্ন অধিবাসী ফরিদুল ইসলাম তিনি বর্তমান লীজ গ্রহীতা রঞ্জু মিয়ার পূর্বে উক্ত ফরিদুল ইসলাম মৎস্য প্রকল্পটি জমির মালিকদের সাথে মৌখিক কথা বলে খন্ডকালীন চুক্তি নিয়ে ভোগদখলে মাছ চাষ করে আসছিল। প্রকল্প ভোগকরাকালে দুঃখের পরিতাপ ফরিদুল জমির মালিকদের কে ফাঁকি দেওয়ার ফলে উক্ত জমির মালিকরা পাল্টে গিয়ে ফরিদুলকে মৎস্য প্রকল্প হইতে সটকে দেয়। এতে ফরিদুল মারমুখী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বর্তমান মৎস্য প্রকল্প লীজ গ্রহীতা রঞ্জু মিয়া ও তার পরিবারবর্গকে বিভিন্ন হুমকী প্রদর্শন করে। উক্ত হুমকীর প্রেক্ষিতে রঞ্জু মিয়া ভয়ে আতংক হয়ে জমি মালিকদের সঙ্গে নিয়ে পুলিশ সুপার ও পৌর মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি থানায় বসে উভয় পক্ষের মধ্যে একটি শান্তিকামী মিমাংসা অনুষ্ঠিত হয়। ওই মিমাংসার প্রেক্ষিতে উক্ত মৎস্য প্রকল্পে বিভিন্ন প্রজাতির বেশ কিছু মাছ ছেড়ে দেওয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com