বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

গাইবান্ধার কৃতি সন্তান আমিনুল ইসলামের সচিব পদে পদোন্নতি

গাইবান্ধার কৃতি সন্তান আমিনুল ইসলামের সচিব পদে পদোন্নতি

স্টাফ রিপোর্টারঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে জনপ্রশাসনে বঞ্চিত ১১৯ জন কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে পদোন্নতির আদেশে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদ।
তাঁদের মধ্যে রয়েছেন গাইবান্ধার কৃতি সন্তান মোঃ আমিনুল ইসলাম। সচিব পদে পদোন্নতি পাওয়া আমিনুল ইসলাম দীর্ঘদিন বঞ্চনার পর সচিব পদে পদোন্নতি পেয়েছেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই তিনি প্রতিহিংসার শিকার হন। তাঁকে বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয়।
আমিনুল ইসলাম বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের মেধা তালিকায় পঞ্চম ছিলেন। তিনি কক্সবাজারের জেলা প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব ও যুগ্ম সচিবসহ মাঠ প্রশাসনের গুরুত্বপুর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি একজন সৎ ও দক্ষ ব্যক্তি হিসাবে সবার কাছে সুপরিচিত ছিলেন।
আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবন থেকে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলায়। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও দুই ছেলের গর্বিত পিতা।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com