শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদরের বাধের মাথা (নতুন ব্রীজ) এলাকা থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১১ টায় খোলাহাটি ইউনিয়নের নতুন ব্রীজের বাধের মাথায় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ডাঃ মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক, মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানি, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামিরুল ইসলাম খন্দকার।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিগন সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দীর্ঘদিন ধরে বাধের মাথা থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত পাকা রাস্তা না হওয়ার ফলে জনদুর্ভোগ চরম আকারে ধারন করেছে।