মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে -ডেপুটি স্পীকার

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে -ডেপুটি স্পীকার

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডঃ মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে উন্নত জীবনের অধিকারী হবেন। বঙ্গবন্ধু’র সেই স্বপ্নবাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে ১০টি বিশেষ উদ্যোগ সফলভাবে এগিয়ে চলছে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ ও ২০৪১ সালের মধ্যে এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি গতকাল বুধবার সাঘাটা উপজেলার অডিটোরিয়াম হল রুমে গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রাডিং বিষয়ে মহিলা সমাবেশে ঢাকা জাতীয় সংসদ ভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে এ কথাগুলি বলেন। মহিলা সমাবেশে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দীন জাহাঙ্গীর, জেলা তথ্য অফিসার হায়দার আলী, সাঘাটা উপজেলা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নাহিদুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারন সম্পাদক আবদুল হামিদ বাবু, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com