সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা জাসদের সভাপতি, জাসদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক, জেলা ফুটবল এ্যাসোসিশনের সভাপতি ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য গোলাম মারুফ মনা গতকাল সকাল ১০ টায় গাইবান্ধা শহরের পলাশপাড়াস্থ তার নিজ বাস ভবনে হৃদ রোগে আক্রান্ত হলে তাকে সাথে সাথে সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার ৬২ বছর বয়স হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কন্যা রেখে গেছেন।
গোলাম মারুফ মনার মৃত্যুর খবরে গাইবান্ধায় শোকের ছায়া নেমে আসে। এ সময় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা তার বাড়িতে এক নজর দেখার জন্য যান এবং কান্নায় ভেঙ্গে পড়েন।
মরহুম গোলম মারুফ মনার নামাজে জানাযা গতকাল শনিবার বাদ এশা গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।