বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:০২ অপরাহ্ন

ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ-প্রশিক্ষণার্থী সম্মাননা

ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ-প্রশিক্ষণার্থী সম্মাননা

স্টাপ রিপোর্টার : গাইবান্ধায় ‘ইয়েস বিডি’ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ ও সফল প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সকল সফল নারী উদ্যোক্তা শাহানা ইয়াসমিন লাকীর সভাপতিত্বে এতে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা ইয়েস বিডির সিইও জাকারিয়া চৌধুরী ও পরিচালক মেন্টর শরিফুল ইসলাম সোহাগ। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীসহ গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, সারাদেশব্যাপী শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে কমিউনিকেশন, পেজেন্টেশন, নেটওয়ার্কিং, ল্যাঙ্গুয়েজ ও আইটি স্কীল বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যক্তিগত বন্ডিং তৈরীর প্রচেষ্টা ধারাবাহিকভাবে সফলতার মুখ দেখছে। গাইবান্ধা জেলায় গত এক বছরে ১০ জন এই কর্মসূচির মাধ্যমে আত্মনির্ভরশীল হয়েছেন। আরও অনেকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com