সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল ইসলামিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। চারা বিতরণের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।
গাইবান্ধা জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনিসুজ্জামান খান লোহানী তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আলম আজাদ মন্ডল প্রমূখ।