মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : গাইবান্ধা সদরের কুপতলা আব্দুল কাইয়ুম উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, মোবাইলের অপব্যবহার এবং কিশোর গ্যাং বিরোধী এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রবিবার বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেন সাংবাদিক ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাহমুদা খাতুন, সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ, আয়োজক ময়নুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে মাদক, বাল্যবিয়েসহ মোবাইল, কিশোর গ্যাং ও ইভটিজিং এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা বলেন বর্তমান যুগে মোবাইলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু এর অপব্যবহার দিনদিন ভয়ংকর হয়ে উঠছে। এসব সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান আলোচকরা।