মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্র্টার: গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্লাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক আহমেদ। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্য সচিব আনিছুজ্জামান খান লোহানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু ও সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার বর্মন ও সহকারী শিক্ষক আতাউর রহমান।
প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অংশ নেয়, আরাবি রহমান, ঝিনুক, সাথী, শিখা প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় কারিমা, আফরিন, খাতিজা, সোমাইয়া, আয়শা।