মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস পলাশবাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী সাঘাটায় রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে বিষাক্ত পিরানহা! সাদুল্লাপুর শতবর্ষী বিদ্যালয়ে উন্নয়ন কামনায় দোয়া অনুষ্ঠিত খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন কামারজানীতে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজে নবীণ বরণ অনুষ্ঠান তুলসীঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের গোবিন্দগঞ্জ পৌরসভার নিয়োগ পরীক্ষা স্থগিত

কালীবাড়ী বাজারে বেহাল অবস্থায় ড্রেনেজঃ ক্রেতা-বিক্রেতার দুর্ভোগ

কালীবাড়ী বাজারে বেহাল অবস্থায় ড্রেনেজঃ ক্রেতা-বিক্রেতার দুর্ভোগ

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ীর কালীবাড়ী বাজারের ড্রেনেজ ব্যবস্থা বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বাজারের ভেতরের ছোট ছোট ড্রেনের পানি উপচে পড়ে গোটা বাজারে পায়ে পায়ে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক র্দুগন্ধ ছড়িয়ে পড়েছে গোটা বাজারজুড়ে দূষিত হচ্ছে পরিবেশ। এতে করে চরম দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতারা ব্যাপক ভোগান্তিতে পড়েছে। নিয়মিত পরিষ্কার ও সংস্কার না করায় প্রতিনিয়ত এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
গতকাল সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, কালীবাড়ী বাজারের মন্দিরের সামনে কাঁচামাল গলি, কাপড় গলি, মসিজদ গলিতে ড্রেনের পানিতে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বাজারের প্রবেশের রাস্তাগুলোর বেশিরভাগ ফল ও বিভিন্ন দোকানির দখলে রয়েছে। গলিগুলোতে ড্রেনের পানি গোটা বাজার ছড়িয়ে পড়েছে। বাজারের এসব ড্রেনগুলোর ওপরে অনেকেই দোকান দিয়ে বসেছেন একারণে নিয়মিত পরিষ্কার ও সংস্কার করা হয় না। গত ৫ আগস্টের পর বহু নতুন দোকান নির্মাণ করা হয়েছে। এতে কালীবাড়ী হাট-বাজারের নির্মাণ নকশা বিলিন করেছেন দখলদার দোকানিরা। একারণে ক্রয় করা মালামালসহ চলাচল অনেক কষ্ট হয় বাজারের সব মানুষের। তারা দ্রুত সময়ে বাজারের ড্রেনগুলো সংস্কার ও পরিষ্কার করার দাবি জানান।
এবিষয়ে পলাশবাড়ী সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার জানান, বাজারটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com