বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ কামারপাড়া স্টেশন সংলগ্ন রেলওয়ে এলাকায় গত মঙ্গলবার ১০ টা ৪৫ মিনিটে লালমনিহাট হতে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
৩৯৬ কিঃ মিঃ /৬-৮ অদুরে পড়ে থাকে, অজ্ঞাত নামা অনুমান ২৫ বছরের এক যুবক। সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বোনারপাড়া জিআরপি থানা পুলিশ উদ্ধার করে, গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত আহত ছেলেটির মাথায় ও কোমরে অসংখ্য সেলাই আছে, ড্রেসিং করে নতুন ওষুধ ও স্যালাইন দেয়া হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো মনে হচ্ছে। তবে জ্ঞান ফিরিনি।
বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন বোনার পাড়া রেলওয়ে থানা, সৈয়দপুর রেলওয়ে জেলা। অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার। যুবকটি কে চিনতে পারলে এই নাম্বারে যোগাযোগ করুন। অফিসার ইনচার্জ ফোন নং ০১৩২০১৭৮২৪৫।