বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হয়। গতকাল শুক্রবার সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার যৌথ স্বাক্ষরে ওইসব পদ স্থগিত সংক্রান্ত পত্র জারি করেছেন। এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় কামারপাড়া ইউনিয়নের ওই তিন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।