সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

ময়নুল ইসলাম : সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে।
গতকাল কলেজের হলরুমে ক্লাস উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ মসিউর রহমান। এ উপলক্ষে আলোচনা করেন কলেজের সভাপতি আয়ূব আলী, সহকারী অধ্যাপক বিপ্লব কুমার বর্মন, সহকারী অধ্যাপক আতিকুর রহমান, সিনিয়র প্রভাষক আব্দুস শফিক সরকার। শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ২য় বর্ষের কয়েকজন শিক্ষার্থী। এরপর কোরআন তেলওয়াত পাঠ করেন সহকারী প্রভাষক মোঃ রশিদুল ইসলাম, গীতা পাঠ করেন সহকারী অধ্যাপক দেবদাস চন্দ্র সরকার, শপথ বাক্য পাঠ করান শরীরচর্চার শিক্ষক আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক ফরিদা ইয়াসমিন ও সিনিয়র প্রভাষক আসাদুল ইসলাম হেলাল। এ সময় কলেজের সকল শিক্ষকমন্ডলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচকরা নবীন শিক্ষার্থীদের আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠতে পড়াশুনার পাশাপাশি উন্নত চরিত্র ধারন করার উপর গুরুত্বারোপ করেন। সকল সামাজিক অবক্ষয়রোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহবান করেন আলোচকরা।
শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক জাহেদুল ইসলাম।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com