বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বর্ধিত ভ্যাট প্রত্যাহার, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য কমানো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনমনে স্বস্তি ফেরানোর দাবিতে দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কামারজানী শাখা।
গত বৃহস্পতিবার ভূমি অফিস সংলগ্ন কামারজানী বাজারে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য ও ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, কমরেড এমদাদুল হক মিলন প্রমুখ।