বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর, বসতভিটা, ফসলি জমি রক্ষা ও বালু মহাল ঘোষণার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে কামারজানি বন্দরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কামারজানি বন্দর বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বালু মহাল প্রতিরোধ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজু, সংগঠনের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মোঃ আফছার আলী, মোঃ জহুরুল হক, মোঃ এমদাদুল হক মিলন, মোঃ মাজু আহমেদ, গোলাম সাদেক লেবু, মোস্তাফিজুর রহমান মুকুল, মনজুর আলম মিঠু, অ্যাডঃ নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।