সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজের সন্নিকটে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেললে দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়েছে। ড্রাইভার আহত হয়েছে।
গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত কেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮ দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের সন্নিকটে ৫/৭জনের একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে থ্রী হুইলার এর হেলপার সাকিবুল ইসলাম (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাকিবুল নওগাঁ জেলার
গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে। তারা নওগাঁ পত্নীতলা এলাকার আমের ভাড়া নিয়ে সারাইগাছি থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করেন। নিহত সাকিবুল ইসলাম বুক, মাথা,থুতনি, সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।
আহত চালকের ডাক চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিয়া ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।