রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওযামী লীগ নেতা মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুরের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান গোবিন্দগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোযার হোসেন চৌধুরীর ছোট ভাই ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বাবলু চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।