সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সাদুল্লাপুর থেকে খোরশেদ আলম: বর্ষাকালে জন্ম নেওয়া জলজ উদ্ভিদের মধ্যে অন্যতম হলো পদ্মফুল। অতুলনীয় সৌন্দর্যের জন্য একে জলজ ফুলের রানিও বলা হয়। চলতি বর্ষায় সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের কাতলীর বিলে থৈথৈ পানির ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে উঠেছে রঙ-বেরঙের পদ্মফুল। আর এই দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই শত শত দর্শনার্থীর ভিড় জমছে সেখানে।
নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ঘুরে ঘুরে উপভোগ করছেন এই অপরূপ সৌন্দর্য। কেউ কেউ পদ্মফুল সংগ্রহ করছেন, কেউ বা সেলফি তুলে স্মৃতি ধরে রাখছেন।
স্থানীয়রা জানান, সাদুল্লাপুর উপজেলার কান্তনগর-কামারপাড়া সড়কের পাশে অবস্থিত কাতলীর বিল ইতোমধ্যেই পদ্মবিল নামে পরিচিতি পেয়েছে। পুরো বিল জুড়ে গোলাপি ও সাদা রঙের পদ্মফুল যেন বিধাতার এক অসাধারণ সৃষ্টি; যা যে কারও মন কেড়ে নেবে।
মিঠু মিয়া নামের এক স্থানীয় বাসিন্দা জানান, কয়েক বছর ধরে প্রাকৃতিকভাবেই কাতলীর বিলে পদ্মফুল ফুটছে। ফুল দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে এসে তারা যেন কিছু সময়ের জন্য হারিয়ে যান।
দর্শনার্থী সাদিয়া আক্তার বলেন, ‘বন্ধু-বান্ধবীদের সঙ্গে পদ্মফুল দেখতে এসেছি। কোমরপানিতে নেমে ঘুরে ঘুরে ফুল দেখেছি, কিছু ফুল সংগ্রহও করেছি। এখানকার সৌন্দর্যে আমি মুগ্ধ।