শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

কাঁকাড়া গাড়ির বেপরোয়া চলাচলে রাস্তাঘাটের বেহাল দশা

কাঁকাড়া গাড়ির বেপরোয়া চলাচলে রাস্তাঘাটের বেহাল দশা

সুসুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সরকারি বিধি তোয়াক্কা না করে অবৈধভাবে পরিচালিত কাঁকড়া, টলি, পাওয়ার টিলার , করিমন, নছিমন গাড়ির বেপরোয়া চলাচলে কাঁচা পাকা রাস্তাঘাট সমুহ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে কাকড়া গাড়িতে করে যত্রতত্র অতিরিক্ত মাটিসহ অন্যান্য মালামাল বহন করার কারনে রাস্তাঘাট বেহাল দশায় পরিনত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলায় ফসলি জমি হতে অতিরিক্ত মাটি ভর্তি করে রাস্তায় উঠার সময় হরহামেশেই কেটে ফেলা হচ্ছে রাস্তা সমুহ। এছাড়া অদক্ষ এবং শিশু চালক ওইসব গাড়ি চালানোর কারনে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। গত এক সপ্তাহের ব্যবধানে এক নারী ও এক কলেজ শিক্ষক কাঁকড়া গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেছে। উপজেলার ২৫টি ইটভাটায় কমপক্ষে ৭৫টি কাঁকড়া গাড়ি রয়েছে। তাছাড়া ৫০টি মালিকানা কাঁকড়া গাড়ি রয়েছে। সবমিলে দেড়শত কাকড়া গাড়ী প্রতিদিন উপজেলায় দাঁপিয়ে বেড়াচ্ছে। কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলের কারনে সাধারন যাত্রী এবং ছোটখাট যানবাহন ঝুকি নিয়ে চলতে হচ্ছে। উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের বেলাল মিয়া জানান কাকড়া গাড়িতে করে মাটি নিয়ে যাওয়া আসা করার কারনে সবগুলো কাঁচা রাস্তা কেটে ফেলেছে। সে কারনে যানবাহন নিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। শিশু শ্রমিক এবং চালক দ্রুতগতিতে গাড়ি চলাচলের কারনে সড়ক দূঘটনা ঘটছে। ধুলাবালির কারনে পথচারিদের অতিকষ্টে চলাফেরা করছে হচ্ছে। রামজীবন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলের কারনে তার ইউনিয়নের বালার ছিড়া নামক স্থানে এক পথচারির মৃত্যু হয়েছে। এমনকি ফসলি জমির মাটি কাঁকড়া গাড়িতে বহন করার কারনে রাস্তাঘাটের মারাত্বক ক্ষতি সাধন হচ্ছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। উপজেলা সহকারি কমিশনার (ভুমি)শাকিল আহমেদ জানান কাঁকড়া গাড়ির ব্যাপারে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। তিনি বলেন গত এক সপ্তাহে অবৈধ বালু বহন করার কারনে ৪টি কাঁকড়া গাড়ির বিরুদ্ধে ৫০ হাজার করে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com