শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

করোনা প্রতিরাধে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা করলেন এমপি স্মৃতি

করোনা প্রতিরাধে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা করলেন এমপি স্মৃতি

সাদুল্লাপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে যখন সবাই আতঙ্কিত, তখন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং করোনা মোকাবিলায় পথচারী ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সড়কে ছোট বড় বাজারে হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা, বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার, সাবান ব্যবহারের সুযোগ করে দিয়েছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। বিশেষভাবে বিভিন্ন বাজারের সড়কের পাশে প্লাস্টিকের খালি ড্রাম বসিয়ে তাতে বেসিন স্থাপন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন সড়কে ছোট বড় বাজারে চলাচলকারী মানুষরা ভাইরাস থেকে নিরাপদ রাখতে এবং সংক্রমণ রুখতে পথচারীদের হাত ধোয়া নিশ্চিত করতে কাজ করছেন তিনি। কাজের প্রয়োজনে যাদের রাস্তায় থাকতে হয়, তারা চাইলেও হাত পরিস্কার করতে পারছেন না তাদের করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে এবং সংক্রমণ রোধে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি জানান, করোনা ভাইরাস রোধে সচেতনতাই প্রধান কাজ। সচেতনতার মাধ্যমে করোনা থেকে নিরাপদ থাকা সম্ভব। হাত মুখ ধোয়ার জন্য তাই তার এ বিশেষ আয়োজন। প্রধান শহরের পাশাপাশি বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সড়কের পাশে প্লাস্টিকের খালি ড্রাম বসিয়ে তাতে বেসিন স্থাপন করা হচ্ছে। রাখা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ও পানির ব্যবস্থা। পানির ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়তে যাতে না হয় সে জন্য স্থানীয় সেচ্চাসেবক দ্বারা পানি সরবরাহ করার ব্যবস্থা করছেন। সরকারসহ আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সংক্রমণ থেকে আল্লাহর রহমতে রেহাই পাই। করোনা ভাইরাস প্রতিরোধ করতে হাত পরিষ্কার রাখুন। আতংক নয়, জন সচেতনতার লক্ষে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ২০ ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ ব্যবস্থা করা হচ্ছে। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি আরো বলেন, এছাড়া অন্যান্য নিদিষ্টি জায়গা,মসজিদ, সড়ক, জনবহুল জায়গা, গণপরিবহন জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিয়েছেন । স্যাভলন, হেক্সাসল ও পানি একত্রে মিশিয়ে এ জীবাণুনাশক তৈরি করে আমরা নিজেদের উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার তৈরি করে (যার যতটুকু সামর্থ আছে) পাশাপাশি সমাজের বিত্তবানদের তিনি আহবান জানান, সবাই যেন তাদের বিভিন্ন নিদিষ্ট স্থানের সামনে এরকম সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেন । তার এই আহ্বানে সমাজসেবক ক্ষুদ্র উদ্দ্যেক্তা শাহানা ফিলিং স্টেশন ও এসএ বিক্সের সত্বাধীকারী মোঃ শহিদুল ইসলাম বাবলা সহযোগিতা করেছেন বলে জানাযায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com