মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শ্রমজীবী মানুষের জন্য সবত্র রেশনিং ব্যবস্থা চালু, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবিতে ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শোষণ-বৈষম্য বিরোধী জাগরণ যাত্রা কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলা হাটে-বাজারে কমিউনিস্ট পার্টির হাটসভা-পথসভা অনুষ্ঠিত হয়।
গত ৩ নভেম্বর সন্ধ্যায় ঝাউবাড়ী, ৫ নভেম্বর কামারজানী, ৬ নভেম্বর মালিবাড়ী এমপি’র বাজারে এসব সভা অনুষ্ঠিত হয়। এ হাটসভা-পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, আব্দুল আজিজ, শামছুল মাস্টার, আব্দুর রশিদ, মহসিন আলী, দেলোয়ার হোসেন প্রমুখ।