বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

কবরের লাশ ১২দিনপর বিল্ডিং-এ উৎসুক জনতার উপচেপরা ভীড়

কবরের লাশ ১২দিনপর বিল্ডিং-এ উৎসুক জনতার উপচেপরা ভীড়

ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে দাফন কাপনের ১২দিন পর এক বৃদ্ধ মহিলার মরদেহ নির্মানাধীন বিল্ডিং-এ পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটির সন্ধান মিলেছে গতকাল বুধবার সকালে। নিহতের স্বজনরা জানান, গত ৫ ফেব্রুয়ারী হাসানপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী নছিমাই বেওয়া (৯৫) বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করলে ইসলামী শরিয়া মোতাবেক পরদিন তাকে পালানপাড়া গ্রামে অবস্থিত পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা কবর থেকে ঐ মরদেহটি তুলে এনে প্রায় ৩০০গজ পশ্চিমে একটি নির্মানাধীন বিল্ডিং-এ রেখে যায়। ঐ বিল্ডিং এর মালিক হেলাল সকাল ১০টার দিকে তার রুমে লাশটি দেখতে পেয়ে চিৎকার দেয়। এলাকাবাসি ছুটে গিয়ে দেখে লাশটি নছিমাই বেওয়ার। লাশের স্বজনরা কবর স্থানে গিয়ে দেখে কবর ভেঙ্গে লাশটি তুলে নিয়ে গেছে। পরে গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে নছিমন বেওয়ার মরদেহ একই কবরে পুনরায় দাফন করা হয়েছে। খবর পেয়ে শতশত উৎসুক জনতা উপচে পড়া ভীড় জমায় ঐ কবর স্থানে। চাঞ্চল্যকর এ ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয়েছে নানামুখী গুঞ্জন। মৃত্যু নছিমন বেওয়ার পুত্র আনছার আলী জানান, কে বা কাহরা তার মায়ের মরদেহ কবর থেকে তুলে নিয়ে গিয়ে পাশ্বের বাড়ীর বিল্ডিং রেখে গেছে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, মরদেহের লাশের স্বজনদের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com