বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করাসহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে জেলার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা আহবায়ক মোঃ শরিফুল ইসলাম মন্ডল, মোঃ রেজাউল হক খান তাজু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ জাকির হোসেন আঙ্গুর, রেজাউল করিম, মোঃ কল্লোল হোসেন, ফারুক আহমেদ, মোঃ হাবিবুর রহমান, মোঃ সেলিম মিয়া, ফারুক আহমেদ বিপ্লব, মোঃ জাহাঙ্গীর কবির প্রমুখ।
বক্তারা ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণের দাবি জানান।