বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না থাকায় বিপাকে কৃষক

উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না থাকায় বিপাকে কৃষক

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ বুক ভরা আশা নিয়ে প্রতি বছরের ন্যয় চলতি মৌসুমে সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষকরা তরিতরকারির চাষাবাদ করেছে। ফলনে ভরে গেছে ক্ষেত। কিন্তু বিধিবাম, ঘাতক ব্যাধি করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগ ব্যবন্থা বন্ধ থাকায় উৎপাদিত পণ্য রফতানি করা যাচ্ছে না। এমনকি ক্ষেতে ফসল রাখা যাচ্ছে না। বাজার দর উৎপাদন খরচের চেয়ে অনেক কম। সে কারণে ক্ষেতের ফসল নিয়ে বিপাকে পরেছে কৃষকরা। কোন কুল কিনারা না পেয়ে অবশেষে পানির দামে বিক্রি করতে হচ্ছে সবজি। শুক্রবার উপজেলার ভ্র্যামমান পাইকারি কাঁচা বাজারের সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রতি মন বেগুন ৩০০ টাকা, করলা ৪৫০ টাকা, আলু ৮০০ টাকা, মরিচ ৩৫০ টাকা, পিয়াজ ২ হাজার টাকা, রসুন ৩ হাজার ৫০০ টাকা ঢেঁড়স, ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেলকা চরের কৃষক রেজাউল ইসলাম জানান বর্তমানে বেগুন, মরিচ, করলা পানির দামে বিক্রি করতে হচ্ছে। তিনি ২ বিঘা জমিতে বেগুন চাষাবাদ করেছে। তিনি বলেন ২ বিঘা জমিতে বেগুন চাষাবাদে তার খরচ হয়েছে ৫০ হাজার টাকা। বেগুনের যে দাম তাতে করে খরচ উঠবে না। বাজারের ব্যবসায়ি হামিদুল ইসলাম জানান কাঁচা মাল বেশিদিন দোকানে রাখা যাচ্ছে না পঁচে যাচ্ছে। তিনি বলেন এখন অনেকে আগের চেয়ে কম করে কাঁচা ক্রয় করছে। তিনি আরও বলেন বেগুন, মরিচ, করলার দাম একটু কম। তাছাড়া অন্যান্য সবজির দাম ঠিক আছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান করোনার কারণে লকডাউন থাকায় উৎপাদিত পণ্য জেলার বাহিরে রফতানি করা সম্ভব হচ্ছে না সে কারণে একটু বাজার দর কম পাচ্ছে কৃষকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com