বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ৫৩তম শীতকালীন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম সাঈদ হাসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.এইচ.এম হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান। বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়াও পুরস্কার গাইবান্ধা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সভাপতি ও গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম রোকন, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এহসানুল কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ শিক্ষকবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য এবার দুটি ভেন্যুর মধ্যে একটি নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সদরের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।