শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসনদ), গাইবান্ধায় ঈদের ছুটিতেও পুরোদমে সেবা কার্যক্রম চলমান রয়েছে। গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সেখানে ৪২ জন মাকে স্বাভাবিক প্রসব সেবা, ৫ জন মাকে গর্ভকালীন সেবা, ৫২ জন মাকে প্রসব পরবর্তী সেবা, ১ জন মাকে প্রসব পরবর্তী আই,ইউডি সেবা প্রদান করা হয়েছে। ঈদের পরের দিন সকাল ৭.৩০ মিঃ এ মাতৃসদনে গিয়ে দেখা গেছে, পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ তৌহিদা বেগম, সেবাকেন্দ্রে অবস্থান পূর্বক সেবা প্রদান করছেন। তার দেয়া তথ্য মতে ঈদের দিন থেকে ঈদের পরের দিন সকাল পর্যন্ত ১০ জন মাকে স্বাভাবিক প্রসব করানো হয়েছে। এছাড়া ঘাগোয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘাগোয়ায় গতকাল ৪ এপ্রিল গিয়ে দেখা যায় পরিবার কল্যাণ পরিদর্শিকা গর্ভবর্তী মায়েদের সেবা প্রদান করছেন। কুপতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ঈদের ছুটিতে সেবা কেন্দ্রে অবস্থান পূর্বক সেবা প্রদান করেন।