মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ এম. হাছিবুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা সভাপতি মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, সেক্রেটারী মুফতি শেখ হেলাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোঃ শাহাজ উদ্দিন রিয়াদ, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মৌলভী মোহাম্মদ আব্দুল মোত্তালিব মন্ডল, অ্যাডঃ মোহাম্মদ আজিজুল ইসলাম, মাওলানা আহমাদ আলী প্রমুখ। গণ সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারী মুফতি আল আমিন বীন হোসাইন।