সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

ইপিজেডসহ পাঁচ দফা দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ইপিজেডসহ পাঁচ দফা দাবিতে আইনজীবীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ইপিজেড স্থাপনসহ পাঁচ দফা দাবিতে গাইবান্ধার সাঁকোয়া এলাকায় মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জেলা আইনজীবী সমিতির সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাঁকোয়া ইপিজেড বাস্তবায়ন কমিটি। এতে জেলা আইনজীবী সমিতির ১২৯ জন সদস্যের লিখিত বিবৃতি পাঠ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন কমিটির সভাপতি অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, অ্যাডঃ মোহাম্মদ আলী প্রামানিক, অ্যাডঃ ফারুক কবির, অ্যাড. আমজাদ হোসেন, কাজী আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা জানান, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাঁকোয়া ব্রিজ এলাকায় সাড়ে তিন একর খাস জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। সেখানে ইপিজেড স্থাপনের দাবি জানানো হয়।
এ ছাড়া ঘাঘট লেক দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা, গাইবান্ধায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, গ্যাস সংযোগ প্রদান এবং জেলা হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে চিকিৎসা সেবা উন্নয়নের দাবিও জানানো হয়।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com