বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সপ্তাহে ৩ দিন ইজিবাইক বন্ধের সিদ্ধা বাতিল নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।
সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক লাভলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্যাটারি চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা আফরোজা আব্বাস, সুকুমার মোদক, রাজা মিয়া, শামীম আহমেদ প্রমুখ।