রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

আসামি গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ধর্ষিতার পরিবার

আসামি গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ধর্ষিতার পরিবার

সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামের নাইম মিয়া (১৯) নামের এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ উঠেছে। এই যুবক একাধিকবার ধর্ষণ ঘটনায় ওই তরুণী অন্তঃসত্বা হলে তাকে গর্ভপাত ঘটনানো হয়েছে বলে ধর্ষিতা ও তার পরিবারের দাবি।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলেও একমাসের অধিক সময়েও এ আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। যার কারনে আসামি ও তার বাবা শহিদ মিয়া গংরা বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করছে। তারা প্রভাবশালী হওয়ায় এই ধর্ষণ ঘটনাটি মিথ্যা প্রমাণিত চেষ্টায় ভিন্নখাতে প্রভাবিত করছে বলে বাদী পরিবারের অভিযোগ।
গত ২৭ মে সাদুল্লাপুর থানায় দায়ের করা মামলার আসামি নাইম মিয়াকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে না পেরে সম্প্রতি ওই তরুণীর মা গাইবান্ধা র‌্যাব সিপিসি-৩ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেছেন।
এ মামলার এজাহার ও র‌্যাব ক্যাম্পের অভিযোগ সুত্রে জানা গেছে- সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে নাইম মিয়া একই গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেম-ভালেবাসার সম্পর্ক গড়ে তোলেন। তারপর মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করায় অন্তঃসত্বা হয়। এরপর ঘটনাটি জানাজানি হলে ধর্ষক নাইম মিয়া ফের বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটির গর্ভপাত ঘটায়।
এসব তথ্য নিশ্চিত করে ভিকটিমের বাবা-মা বলেন, আমরা অত্যান্ত দরিদ্র মানুষ। আমাদের মেয়েকে বিয়ে করার কথা বলে নাইম মিয়া বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়। এরপর থেকে আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের রহস্যজনক কারনে নাইমকে গ্রেফতার করছেন না। এছাড়া শহিদ মিয়া এই মামলাটি মিথ্যা প্রমাণিত করা করার জন্য গাইবান্ধার এক সাংবাদিক পরিচয় ব্যক্তিকে কৌশলে আমার বাড়িতে পাঠায়। তখন ওই সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি আমার পক্ষে মামলার বিচারকার্য চালানোর জন্য আমাদের মিথ্যা প্রলোভেন দিয়ে ৫ হাজার টাকা নিয়েছে। এরপর আমাদের মেয়ের কাছে মিথ্যা একটি ভিডিও বক্তব্য নিয়েছে। এ বক্তব্যের কোন ভিত্তি নেই।
ভিকটিমের বাবা-মা আরও বলেন, থানা পুলিশ কর্তৃতক আসামি নাইমকে গ্রেফতার না করায় তার পিতা শহিদ মিয়া গংরা আমাদের মামলা তুলে নেওয়াসহ মেরে ফেলার হুমকি দিচ্ছে। সেইসাথে ধর্ষিতার নানাকে তারা মারধর করেছে। আর মারধরের এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। কোথাও বিচার না পাওয়ায় বাধ্য হয়ে গাইবান্ধা র‌্যাব ক্যম্পে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com