মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আলোকচিত্রে গাইবান্ধার জুলাই আন্দোলন শীর্ষক দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে দীপান্তর ২৪ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানাজ আমিন মুন্নী। এ প্রদর্শনীতে জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনাসমূহের চিত্র দেখানো হয়েছে। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার চিত্রও।
দীপান্তর ২৪ সংগঠনের সভাপতি এস এম মনিরুজ্জামান সবুজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের আকাঙক্ষা পূরণের লক্ষ্যে আমরা দীপান্তর ২৪ সংগঠনের যাত্রা শুরু করি। এরই ধারবাহিকতায় আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। আমরা অনেক সাড়া পাচ্ছি।
জয়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী শাহানাজ আমিন মুন্নী, শিক্ষক রুকুনুজ্জামান ফারুক, অ্যাডঃ নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজল রেখা পিংকি, ইউনুস সরকার রনি, রিয়াদ হাসান প্রমুখ।