বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মশালার উদ্বোধন

আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গাইবান্ধা জেলা সার্কিট হাউজ মিলনায়তনে মাঠকর্মীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়কারি মাকসুদার রহমান, নুরন্নাহার বেগমসহ অন্যান্য কর্মকর্তাগন। এই কর্মশালায় আমার বাড়ি আমার প্রকল্পের ১০০ জন মাঠ কর্মী অংশ নেন।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্পসহ ১০টি বিশেষ উদ্যোগের মাধ্যমে দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com