বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

আদিবাসী শিক্ষার্থীদের ওপর ববর হামলার ঘটনায় বিক্ষোভ

আদিবাসী শিক্ষার্থীদের ওপর ববর হামলার ঘটনায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার
প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে। গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী-বাঙালি সংহতি
পরিষদের আহবায়ক গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন। সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, পরিবেশ আন্দোলনের নেতা ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, মঞ্জুর আলম মিঠু, রজতকান্তি বর্মন, নিলুফার শিল্পী, মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাডঃ কুশলাশীষ চক্রবর্তী সাগর, মনির হোসেন সুইট প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com