সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

আজ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবুর ৩য় মৃত্যুবার্ষিকী

আজ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবুর ৩য় মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। তিনি ২০২১ সালের আজকের এই দিনে বগুড়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আবু জাফর সাবু ১৯৪৭ সালের ২৭ জুন বগুড়ার ভেলুরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুর রশিদ ও মাতার নাম লুৎফুননেছা। তিনি ছোটবেলা থেকেই সাহিত্য চর্চা শুরু করেন। ছড়া কবিতা লিখে সুনাম অর্জন করেন। এর পাশাপাশি তিনি ১৯৬৯ সালে শুরু করেন সাংবাদিকতা।
আবু জাফর সাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ গাইবান্ধা প্রেসক্লাব তুমি ছিলে তাই. শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রেসক্লাব মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আবু জাফর সাবুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোওয়া মাহফিল।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com