বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পশ্চিমবঙ্গের নদীয়ার বগুলাতে আজ ২০ জানুয়ারী থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত উদযাপিত হবে নেতাজি সুভাষ জন্মোৎসব কমিটি আয়োজিত ৪০ বর্ষের ছাত্র যুব সম্প্রীতি উৎসব । পাঁচ দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই ছাত্রছাত্রী, সাহিত্য-সংস্কৃতি অনুরাগী, সংস্কৃতি প্রেমী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আজ ২০ জানুয়ারি বিকাল তিনটায় একটি বর্ণাঢ্য দৃষ্টি নন্দন এবং মনোরম পদযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা করা হবে । উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক ডঃ দেবাশীষ ভৌমিক। গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সমর্থিত হবেন কৃষি বিশেষজ্ঞ এবং কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অমৃতলাল কুন্ডু, ভূ পদার্থবিজ্ঞানী শিবাঙ্কুর বিশ্বাস, কবি ও সাহিত্যিক অমল কুমার মন্ডল, যোগ ব্যায়ামে এশিয়া চ্যাম্পিয়ন তনুশ্রী বিশ্বাস শিকদার, আন্তর্জাতিক ফুটবল রেফারি উজ্জ্বল হালদার, পুতুল নাচ শিল্পী সংগঠক এবং পুতুল নির্মাতা শ্রী স্বপন কুমার বিশ্বাস ।
এবারের উৎসবে ২৫ টি সাংস্কৃতিক প্রতিযোগিতাএবং তিনটি সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । আবৃত্তি, নাচ, সংগীত, শ্রুতিনাটক , একক অভিনয়, প্রবন্ধ, ছোট গল্প প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা । উৎসবের সমাপ্তি দিন অর্থাৎ আগামী ২৪ জানুয়ারি কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কারে সম্মানিত হবেন কবি ও সাহিত্যিক স্ত্রী বিনয়ক বন্দ্যোপাধ্যায় । উৎসবের দিনগুলিতে পরিবেশিত হবে আটটি নাটক ও রায়বেশে নৃত্য কলকাতার বহু নামি দামি শিল্পী প্রতিদিন সন্ধার অনুষ্ঠানে অংশ নেবেন । এসবের বাইরে ছাত্র যুব সম্প্রতি উৎসব এর ৪ দশক পূর্তি উপলক্ষে ফিরে দেখা ৪০ বছর শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে উৎসব কমিটির সভাপতি পরিচালক শঙ্কর নারায়ন চক্রবর্তী।