শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান

আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্য ও সকল শহীদের ষড়যন্ত্রকারীদের বিচারের সম্মুখীন করতে তদন্ত কমিশন গঠন এবং মরণোত্তর বিচার আইন প্রণয়নের দাবীতে গতকাল বুধবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের মাধ্যমে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান ওই স্বারকলিপি গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সহ-প্রচার সম্পাদক মোজাহারুল হক রাজু, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, মোঃ নুরুল ইসলাম, অলি আহাদ, আতাউর রহমান, মোঃ মনিরুজ্জামান, রফিকুল ইসলাম রফু, অ্যাডঃ কুশ লালীব সাগর, মাইদুল ইসলাম মুকুল, ভিপি ধরন রায়, মোজাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com