সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

অভুক্ত পশুর পাশে ইয়ুথ অর্গানাইজেশন

অভুক্ত পশুর পাশে ইয়ুথ অর্গানাইজেশন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরের রাস্তায় রাস্তায় দেখা যায় অসংখ্য অভুক্ত কুকুর-বিড়াল। পথচারী দেখলে ক্ষুধার্ত এই প্রাণীগুলো খাবারের আশায় নির্বাক চোখে তাকিয়ে থাকে। এসব অভুক্ত কুকুর-বিড়ালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গত শনিবার দিন্যবাপী গাইবান্ধা বাসস্ট্যান্ড ও পৌরসভা এলাকায় শতাধিক কুকুর-বিড়ালকে খাবার দিয়েছে ওই সংগঠনের কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ আকন্দ, মাহফুজুল হক সিহাব, আশফিকা জাহান আফি, জিসান, রিয়া, পুষ্পিতা, সোয়াইব, সৌভি, সাদিক, মাধুর্য প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com