শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান কাজীকে অবশেষে বদলী করা হয়েছে। সম্প্রতি গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও জনভোগান্তির একাধিক অভিযোগে দৈনিক ঘাঘটসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যেখানে কয়েকজন ভুক্তভোগীসহ স্থানীয় সচেতন মহল সাব-রেজিস্টার অফিসে তদন্তসহ এই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান। সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান কাজী গত বছরের ৭ জানুয়ারি গোবিন্দগঞ্জ অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, সীমাহীন দুর্নীতি, ঘুস বাণিজ্য ও জনভোগান্তির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বদলীর এক আদেশ মূলে তাকে গোবিন্দগঞ্জ থেকে অন্যত্র বদলী করা হয়।