মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ অন্তরঙ্গ থিয়েটার গাইবান্ধার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় গাইবান্ধা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পরিবেশিত হয় নাটক রসের বিনোদিনি। নাটকটির মূলধারণা সুলতান উদ্দিন আহমেদ, রচনা ও নির্দেশনায় ছিলেন সাজু সরকার। অভিনয়ে তপন কুমার পাটোয়ারী, মমিন, অথই, মনিরুজ্জামান শুভ, আব্দুর রহিম, ফুয়াদ, ইসরাফিল, এসএইচ রিপন, নেহা, মাহফুজ, সোমাইয়া, জাহেদুল হক, অমল, বিজু সরকার। সংগীত ও তালযন্ত্র পরিচালনা করেন পরিতোষ চন্দ্র সরকার, রাগীব হাসান সন্তু, আরিফ হোসেন, প্রবীর, বিত্ত। সংবর্ধিত গুণি শাহজাহান খান আবু, রাগীব হাসান চৌধুরী হাবুল, একেএম হানিফ বেলালকে ক্রেস ও উত্তরীয় প্রদান করা হয়। পাতা খেলার বিজয়ী সুমন ফকির, সবুজ ফকিরকে ট্রপি প্রদান করা হয়।