সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

অন্তরঙ্গ থিয়েটারের বর্ষপূর্তিতে পাতা খেলা অনুষ্ঠিত

অন্তরঙ্গ থিয়েটারের বর্ষপূর্তিতে পাতা খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ অন্তরঙ্গ থিয়েটার গাইবান্ধার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল ছিলো দ্বিতীয় দিন। গতকাল বল্লমঝাড় রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যলয় মাঠে পাতাখেলা অনুষ্ঠিত হয়। পাতা খেলার পাতা ছিলো মিনু ও উজ্জ্বল। পাতা খেলায় পাঁচটি দল অংশগ্রহণ করে। সুমন ফকির ও তার দল প্রথম স্থান, সবুজ ফকির ও তার দল দ্বিতীয় স্থান অধিকার করে। পাতা খেলা শেষে বক্তব্য রাখেন নয়া ফকির, সুমন ফকির, জাহেদুল ফকির, সবুজ ফকির, এনামুল প্রধান, রোস্তম আলী, শামছুজ্জোহা মিয়া, সাজু সরকার, ঢুলি ছোট প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারী ইউনুছ আলী। স্কুলের পুরো মাঠ জুড়ে অশংখ্য দর্শক সমাগম ঘটেছিলো। আগামী ১৭ অক্টোবর জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও সমাপনী দিন ১৮ অক্টোবর সন্ধ্যায় পৌরপার্কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা, সাজু সরকারের রচনা ও নির্দেশানায় নাটক ‘রসের বিনোদিনি’, পাতা খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com